নিজস্ব সংবাদদাতাঃ মন্ত্রিত্ব গিয়েছে। গিয়েছে দলের পদ। আপাতত পার্থ চট্টোপাধ্যায়ের পরিচয়, তিনি তৃণমূলের একজন সাধারণ বিধায়ক। দলের পদ এবং মন্ত্রিত্ব যাওয়ার পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসার অধিকারও হারাচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, বিধানসভায় মমতার পাশে আর জায়গা হবে না পার্থর। বদলে অন্য তৃণমূল বিধায়কদের মতো পিছনের দিকে বসতে হবে তাঁকে। অবশ্য যদি জেল থেকে ছাড়া পাওয়া পর্যন্ত তিনি বিধায়ক থাকেন তবেই সে প্রশ্ন উঠছে।
রাজ্য মন্ত্রিসভায় রদবদলের পর বিধানসভার আসন বিন্যাসে রদবদল করা হচ্ছে বলে সূত্রের খবর। পার্থর শুধু নয়, আসন বদলাচ্ছে আরও একাধিক মন্ত্রীর। শোনা যাচ্ছে, রদবদলের পর যেসব মন্ত্রী গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন তাঁদের আসন মুখ্যমন্ত্রীর কাছাকাছি আনা হচ্ছে। যেসব মন্ত্রীর গুরুত্ব কমছে, তাঁদের আসন দেওয়া হবে অন্য ব্লকে। পার্থর আসনও বদলে দেওয়া হচ্ছে।