নিজস্ব প্রতিনিধিঃ বিশেষজ্ঞ ও করিগর মিলে ৯ জন কর্মী। আনা হয়েছে হিটচেম্বার সহ প্রয়োজনীয় মেশিন ও যন্ত্রপাতি। প্লাস্টার প্যারিস, ফাইবার, চামড়ার বেল্ট, স্টিলের রড-সহ কয়েক হাজার কেজি প্রয়োজনীয় সামগ্রী। সাতদিনের কর্মশালায় দিনরাত এক করে তৈরি হচ্ছে অঙ্গহীনদের মাপ অনুযায়ী হাত, পা সহ কৃত্রিম অঙ্গ। কোলাঘাট নতুন বাজারে সব মিলিয়ে গড়ে উঠেছে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের একটি অস্থায়ী কর্মশালা বা ওয়ার্কশপ। চলছে সম্পূর্ণ বিনা ব্যয়ে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন ক্যাম্প।
কোলাঘাটের বহুল পরিচিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংকেত ক্লাব। তাদের আয়োজনে সার্বজনীন দুর্গা পুজা এবছর পঞ্চাশতম বর্ষে। এই কর্মসূচির মাধ্যমেই সূচনা হয়েছে সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন। সংস্থার সভাপতি অভিজিৎ সামন্ত এবং সম্পাদক পার্থ সারথী ঘোষ জানান, এই ক্যাম্পে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বীরভুম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া- সহ বারোটি জেলার প্রায় ১৬৭ জন মানুষ নাম লিখিয়েছেন। যারা দুর্ভাগ্যবশত হাত বা পা'র মতো অঙ্গ চিরতরে হারিয়েছেন। তাঁদের সম্পূর্ণ বিনা ব্যয়ে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করে দেওয়া চলছে। প্রত্যেকের সঙ্গেই এসেছেন তাঁদের বাড়ির লোকজন। এই ক'দিন তাঁদের থাকা খাওয়ার সব দায়িত্ব পালন করা হচ্ছে সাধ্য মতো। এই ক্যাম্পে ব্যয় হবে প্রায় আঠারো লক্ষ টাকা। সহযোগিতার হাত অনেকটাই বাড়িয়ে দিয়েছেন কলকাতা সতী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে বনোয়ারি লাল শর্মা সংস্থার পক্ষে শ্যামল আদক জানান, "আমরা সাধ্যমত সারা বছরই আর্তদের সেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার চেষ্টা করি।"