রাখিপাড়ায় এখন ব্যস্ততা, হাতে আসছে টাকা

author-image
Harmeet
New Update
রাখিপাড়ায় এখন ব্যস্ততা, হাতে আসছে টাকা
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুরঃ গত দু'বছর করোনার প্রভাবে তেমন কোনো কাজ হচ্ছিল না। হাতে টাকা-পয়সাও ছিল না। কিন্তু এ বছর চরম ব্যস্ততা। কাজের চাপও প্রচুর। তাই সমস্ত কাজ ফেলে রাখি তৈরিতে ব্যস্ত সবংয়ের রাখি পাড়ার ৩০টির বেশী পরিবার। সবংয়ের কুচাইপুর- একডাকে সবাই এই কুচাইপুরকে রাখিপাড়া বলেই চেনেন।

ইতিমধ্যে অনেক রাখি তৈরি হয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছে। এলাকার বাসিন্দা স্বপন কুমার অট্ট কলকাতা থেকে কাঁচা মাল এনে গ্রামের মহিলাদের হাতে তুলে দেন। ফুল, বোর্ড, শোলা, উল, স্পঞ্জ-সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সেগুলি দিয়েই বিভিন্ন ধরনের লক্ষাধিক রাখি তৈরী হয়। আর সেই রাখি গ্রামের মহিলারা তৈরী করার পর স্বপনবাবু নিজে এসে পারিশ্রমিক দিয়ে রাখিগুলি নিয়ে পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেন। আর এতেই কিছুটা হলেও স্বনির্ভর হচ্ছেন গ্রামের মহিলারা। গত দু'বছর একেবারেই হাতে টাকা ছিল না। এবারে হাতে টাকা এসেছে। মুখে হাসি ফুটেছে গ্রামের মহিলাদের। রাখি পূর্ণিমার এক মাস আগে থেকেই চরম ব্যস্ততা থাকে এই পাড়ায়। তবে এরা কোনো সরকারি সহযোগিতা পান না। তাই ক্যামেরা দেখেই সরকারি সহযোগিতা আবেদন জানিয়েছেন তাঁরা। সব মিলিয়ে চরম ব্যস্ততা সবংয়ের রাখিপাড়া কুচাইপুরে।