সমুদ্রে নিম্নচাপের ভ্রুকুটি, ফিরতে শুরু করেছে মৎস্যজীবীদের ট্রলার

author-image
Harmeet
New Update
সমুদ্রে নিম্নচাপের ভ্রুকুটি, ফিরতে শুরু করেছে মৎস্যজীবীদের ট্রলার

নিজস্ব সংবাদদাতাঃ সুন্দরবন এলাকার একটি বড় অংশের মানুষের জীবিকা নির্বাহ হয় মাছ ধরে। কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগরদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি সহ দক্ষিণ ২৪ পরগনার এই সুন্দরবন এলাকার মৎস্যজীবীদের কপালে এখন চিন্তার ভাঁজ। কারণ, আবহাওয়া আবারও প্রতিকূল। আবার নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেই কারণে সোমবার (৮ অগস্ট) থেকে আগামী বৃহস্পতিবার (১১ অগস্ট) পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য মৎস দফতর। সুন্দরবন এলাকার বিভিন্ন মৎস্যজীবী সংগঠনগুলোকে এই সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।


সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে শুরু করেছে মৎস্যজীবী সংগঠনগুলো। যে মাছ ধরার ট্রলারগুলো ইতিমধ্যেই সমুদ্র রয়েছে, সেগুলোকে শনিবার রাতের মধ্যে বন্দরে কিংবা নিকটবর্তী কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে।