নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি সফর সেরে রবিবারই কলকাতায় ফিরতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তাঁর সফরে কাটছাঁটের সম্ভাবনা রয়েছে। রবিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দেবেন তিনি। তারপরই কলকাতায় ফিরে আসতে পারেন বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর নিঃসন্দেহে আলাদা তাৎপর্যের দাবিদার। অতি সম্প্রতি এমন নজির দেখা যায়নি, যেখানে প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর পর পর তিনদিন সাক্ষাৎ হতে চলেছে।
শনিবার রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ হওয়ার কথা তাঁদের। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেরই চেয়ারপার্সন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে রবিবার নীতি আয়োগের বৈঠকেও দেখা হওয়ার কথা তাঁদের।