বিহারে বিষমদে মৃত্যু ১১ জনের

author-image
Harmeet
New Update
বিহারে বিষমদে মৃত্যু ১১ জনের

নিজস্ব সংবাদদাতাঃ মদ নিষিদ্ধ নীতীশ কুমারের বিহারে, সেখানেই বিষমদে মৃত্যু মিছিল। বিষাক্ত মদ খেয়ে এখনও অবধি মৃত্যু হয়েছে ১১ জনের। আশঙ্কাজনক ১২ জন। বিহারের সারন জেলার এই মর্মান্তিক ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকে। এখনও অবধি এই ঘটনায় ৫ জন মদের কারবারিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বরখাস্ত করা হয়েছে স্থানীয় থানার পুলিশ আধিকারিককে। 

                  

শনিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্তমানে পিএমসিএইচ হাসপাতাল ১২ জন গুরুতর অসুস্থের চিকিৎসা চলছে। আরও বলা হয়েছে, একটি হিন্দু রীতি অনুযায়ী শ্রাবণ মাসে নির্দিষ্ট তিথিতে স্থানীয়রা মদ পান করে থাকেন। এবার সেই রীতি পালনের দিনটা ছিল ৩ আগস্ট। ওই দিনই ফুলওয়ারিয়া পঞ্চায়েতের একদল মানুষ বিষমদ পান করেন বলে মনে করা হচ্ছে। এদিকে এই ঘটনায় এখনও অবধি ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই পাঁচ ব্যক্তি মদ তৈরি ও বিক্রি করতেন। এছাড়াও স্থানীয় থানার পুলিশ আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে।