ফের জগদ্দল থেকে ৩০ টি তাজা বোমা উদ্ধার

author-image
Harmeet
New Update
ফের জগদ্দল থেকে ৩০ টি তাজা বোমা উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ কয়েকদিন আগের ঘটনা। দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার জগদ্দল-ভাটপাড়ার পরিস্থিতি। লাগাতার বোমাবাজির অভিযোগ ওঠে সেখানে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার জগদ্দলে প্রায় তিরিশটি তাজা বোমা উদ্ধার হয়েছে। সেখানে কয়েকটি খুনের ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জগদ্দল থানার পুলিশ। তারপরই হদিশ মেলে তিরিশটি তাজা বোমার। 


জগদ্দল থানা এলাকার অন্তর্গত বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে তিরিশটি বোমা উদ্ধার করে পুলিশ। জগদ্দল থানার সিআইডি-র বোম ডিসপোজাল স্কোয়ার্ড বোমাগুলোকে উদ্ধার করে। পরে সেগুলোকে একটি ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করা হয়।