নিজস্ব প্রতিনিধিঃ মধ্য চিনে ভয়াবহ বন্যার কারণে ৫০ জনেরও বেশি লোক মারা গেছে এবং এক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। বিধ্বংসী বন্যার কারণে পুরো এলাকা ডুবে গেছে, সাবওয়েতে থাকা গাড়িতে যাত্রীরা আটকে পড়েছেন। এছাড়া ভূমিধস এবং বাঁধ, নদী ডুবে গেছে। হেনান কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, গত সপ্তাহ থেকে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে হেনান প্রদেশে। যার ফলে মাথার ওপরের ছাদ হারিয়েছেন কয়েক লক্ষ মানুষ । ১.২২ বিলিয়ন ইউয়ান (প্রায় ১৯০ মিলিয়ন ডলার) অর্থনৈতিক ক্ষতি হয়েছে। হেনান চীনের সবচেয়ে জনবহুল এবং দরিদ্রতম প্রদেশগুলির মধ্যে একটি, যেখানে প্রচুর কৃষিজমি এবং কারখানা রয়েছে।