গলিত লাভা দেখে বিস্মিত পর্যটকরা

author-image
Harmeet
New Update
গলিত লাভা দেখে বিস্মিত পর্যটকরা

নিজস্ব সংবাদদাতাঃ দেশটির আন্তর্জাতিক এয়ার ট্রাফিক হাব কেফলভিক বিমানবন্দরের আশপাশের একটি নির্জন উপত্যকায় এই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আগ্নেয়গিরি Fagradalsfjall, তার শেষ অগ্ন্যুৎপাতের প্রায় আট মাস পরে জেগে উঠেছিল। সম্প্রতি আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, আগ্নেয়গিরির সক্রিয় স্থান থেকে কয়েকশ মিটার দূরে মানুষ গলিত লাভার দিকে তাকিয়ে রয়েছেন।


View this post on Instagram

A post shared by BBC News (@bbcnews)