দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বাড়ি থেকে তালা চাবি এনে পৌরসভার প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে পৌর এলাকার মহিলারা।এমনই ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার। জানা যায় যে চন্দ্রকোনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড গোপালপুর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখনো কাঁচা মাটির, আর এর ফলে বৃষ্টি হলে রাস্তা দিয়ে যাতায়াতে সমস্যায় পড়ে এলাকাবাসী। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার পৌর কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় লিখিত আবেদন জানিয়েও রাস্তার হাল ফেরেনি। অবশেষে শুক্রবার ওয়ার্ডের মহিলারা হাতে প্ল্যাকার্ড ও তালা চাবি এনে পৌরসভার প্রধান গেটে তালা চাবি দিয়ে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভের কথা জানতে পেরে পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিক্ষোভ তুলে দেন। চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্রের দাবি তিনি বিষয়টি জানতেন না। এই প্রথম জেনেছেন। দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।