হরি ঘোষ, দুর্গাপুর: দুর্গাপুর ব্যারেজের ২২ ও ১৭ নম্বর লকগেটের অবস্থা খারাপ থাকায় বদলে ফেলা হচ্ছে। আর তার জন্য বৃহস্পতিবার রাত্রি ১১ টা থেকে পরদিন ভোর ৪ টে পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের ওপর যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া নির্দেশ দিল বাঁকুড়া জেলা প্রশাসন৷ এই নির্দেশিকা জারি থাকছে ২৭ তারিখ ভোর চারটে পর্যন্ত। এর ফলে প্রায় ৫০ কিলোমিটার ঘুরে রানিগঞ্জের মেজিয়া হয়ে বাঁকুড়া যেতে হবে সমস্ত যানবাহনকে। এক একটি গেটের পেছনে প্রায় ৫০ লক্ষ টাকার মতো খরচ হবে,যদিও গেটের মাপের ওপর নির্ভর করবে খরচা বলে সেচ দপ্তর সূত্রে খবর। যেমন ১৭ ও ২২ নম্বর এই দুটি নতুন লকগেট চওড়ায় ৪.৯ মিটার আর লম্বায় ৮.২৫ মিটার। ৩৪টি লকগেটের মধ্যে সতেরোটা মেরামতি করা হবে আর এই দুটি গেট সম্পূর্ণ পরিবর্তন করা হচ্ছে।