নিজস্ব প্রতিনিধি-গত ২১ জুলাই NLFT(BM) গোষ্ঠীর ৪ জঙ্গি ত্রিপুরার ধলাই জেলার গঙ্গানগর সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছিল।গোপন সূত্রে এক খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে ত্রিপুরার পাহাড়ি এলাকা বড়মুড়ার গভীর জঙ্গলে
লুকিয়ে রয়েছে এই জঙ্গিরা।যার দরুন ক্রমাগত তাদের ওপরে সবদিক থেকে চাপ সৃষ্টি করা হয়।অবশেষে তারা জঙ্গল থেকে বের হওয়ার উপায় না পেয়ে আত্মসমর্পণে বাধ্য হয়। সেই চারজনের সঙ্গে পুলিশের জালে তাদের আরও ২ সহযোগী ধরা পড়েছে।তাদের কাছ থেকে বেশ কিছু পরিমাণে অস্ত্রসস্ত্রও পাওয়া গিয়েছে।