নিজস্ব সংবাদদাতা : শুক্রবার সকালে রাজধানীর বেশ কিছু এলাকা বৃষ্টিতে ভিজেছে। যার ফলে কমেছে আদ্রতাজনিত অস্বস্তি। সাকেত, মালভিয়া নগর, বুরারি, জিটিবি নগর, কৈলাসের পূর্ব, লাজপত নগর এবং কৈলাস পাহাড় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
তবে,আবহাওয়া দফতর আগামী কয়েক ঘণ্টার মধ্যে দিল্লি এবং এর পার্শ্ববর্তী শহরগুলিতে হালকা থেকে মাঝারি তীব্রতার বিরতিহীন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।দিল্লি, এনসিআর (লোনি দেহাত, হিন্দন এয়ার ফোর্স স্টেশন, নয়ডা, ফরিদাবাদ, বল্লভগড়, মানেসার গুরুগ্রাম) রাজউন্ড, আসান্দ, সফিডন, পানিপত, গোহানা, গান্নাউরের বেশিরভাগ জায়গায় এবং পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আশা করা হচ্ছে।