নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রের বিরুদ্ধে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে কংগ্রেস। সেই মতো পথে নেমেছেন কংগ্রেসের প্রথম সারির নেতারা। মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করার সময় রাহুল গান্ধী ও শশী থারুর সহ বেশ কয়েকজন কংগ্রেস সাংসদকে পুলিশ আটক করেছে বলে জানা যাচ্ছে।