প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে

author-image
Harmeet
New Update
প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ডেবরায় মিড ডে মিলের চাল চাইতে গেলে প্রধান শিক্ষককে হেনস্থা ও একপ্রকার মারধরের অভিযোগ উঠলো উপপ্রধানের বিরুদ্ধে।ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৮ নং গোলগ্রাম অঞ্চলের কার্যালয়। উক্ত অঞ্চলের পারুলডিহি হাইস্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মাজীর অভিযোগ মিড মিলের চাল চাইতে গেলে দুবার ঘুরিয়ে দেওয়া হয়৷ অবশেষে তিনি অঞ্চলের উপপ্রধান কৌশিক গাঙ্গুলিকে জিজ্ঞাসা করায় তাকে হেনস্থা ও এক প্রকার মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয়।যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান।



 তিনি জানান যে কেন্দ্রীয় প্রতিনিধি দল বিভিন্ন জায়গায় আসার কারণে শুক্রবার চাল নেওয়ার কথা বলী হয়,যাদের খুব প্রয়োজন,শিক্ষকরা নিজেরাই চাল নিয়ে যাচ্ছেন। উনি জবাবদিহি চাওয়ায় নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর বাইরে কিছু না।যদিও এই ঘটনা নিয়ে স্কুলের প্রধান শিক্ষক, এসআই ও ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ।