আগরতলা শহরে জাতীয় পতাকা কিনলেন মানিক সাহা

author-image
Harmeet
New Update
আগরতলা শহরে জাতীয় পতাকা কিনলেন মানিক সাহা

নিজস্ব প্রতিনিধি-হাতে সময় নেই আর নয় দিন পরেই গোটা ভারতবর্ষ ৭৫তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা মত এবছর ৭৫তম স্বাধীনতা দিবসকে আজাদী কা অমৃত মহোৎসব হিসেবে পালন করা হবে সেই সঙ্গে 'হর ঘর তিরঙ্গা' পালিত হবে। সেই উপলক্ষেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা আজ সকাল সকাল বেড়িয়ে পড়েন জাতীয় পতাকা 





কেনার উদ্দেশ্য, এবং তিনি আগরতলা শহরে এক দোকান থেকে জাতীয় পতাকা কেনেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,'ন্যাশনাল ফ্ল্যাগ কিনলাম, আপনারা সবাই জানেন আজাদী কা অমৃত মহোৎসবের এটি একটি অংশ নিজের বাড়িতেও আমি পতাকা উত্তলন করব',সেই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে 'ঘরঘর তিরঙ্গা'র অভিজান সাড়া দেওয়ার চেষ্টা করছি'। এবং তিনি সবাইকে বাড়িতে পতাকা উত্তলনের কথা বলেন।