পুজোর আগেই খুলে যাচ্ছে ৪ লেনের টালা ব্রিজ

author-image
Harmeet
New Update
পুজোর আগেই খুলে যাচ্ছে ৪ লেনের টালা ব্রিজ

নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান। পুজোর আগেই খুলছে টালা ব্রিজ। দায়িত্ব নেওয়ার পরেই টালা ব্রিজ নিয়ে ঘোষণা করলেন নতুন পূর্তমন্ত্রী পুলক রায়। প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জানুয়ারি টালা ব্রিজ বন্ধ করে ভাঙার কাজ শুরু হয়েছিল। মাঝে করোনা আবহের জেরে ব্রিজ ভাঙা ও নতুন করে তৈরি করার কাজের গতি কিছুটা স্তব্ধ হয়েছিল। আর এবার চার লেনের টালা ব্রিজ খুলে যাচ্ছে পুজোর আগেই, জানালেন পূর্তমন্ত্রী। ৮০০ মিটার লম্বা ৪ লেনের টালা ব্রিজ তৈরিতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা।


দায়িত্ব নেওয়ার পরের দিনই রাজ্যের নতুন পূর্তমন্ত্রী পুলক রায় জানিয়েছেন, 'মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর আগেই টালা ব্রিজ খুলে দেওয়ার কাজ সম্পূর্ণ হবে। সবরকম চেষ্টা হচ্ছে যাতে দ্রুত ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া যায়।' পাশাপাশি রাজ্যের বিভিন্ন ব্রিজের রক্ষণাবেক্ষণ, রাস্তাঘাট পরিষ্কার রাখার কাজ তাঁর অন্যতম লক্ষ্য বলেও জানিয়েছেন রাজ্যের নতুন পূর্তমন্ত্রী। অন্যদিকে, উল্টোডাঙা উড়ালপুলের ফাটল পরিদর্শন করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের আশ্বাস, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।