নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার মধ্য রাতে হঠাৎ আগুন লাগে থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে। আগুন লেগেছে বুঝতে পেরেই বাঁচার জন্য দৌড় লাগান ভিতরে উপস্থিত সকলে। কিন্তু ততক্ষণে দেরী হয়ে গিয়েছে অনেকটাই। আগুনের গ্রাসে চলে গিয়েছে অর্ধেকের বেশি নাইট ক্লাবের অংশ, ভিতরে বিষাক্ত গ্যাসে শ্বাস নেওয়া দায়। এই ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। আহত ৩৫ জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে চোনবুরি প্রদেশের একটি জনপ্রিয় নাইটক্লাবে বৃহস্পতিবার মাঝরাতে হঠাৎ আগুন লাগে। কিছুক্ষণের মধ্য়েই প্রায় গোটা নাইটক্লাবে আগুন ধরে যায়। সেই সময় নাইটক্লাবে কমপক্ষে ৮০-৯০ জনেরও বেশি উপস্থিত ছিল বলেই জানা গিয়েছে। কিছু সংখ্য়ক মানুষ সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পারলেও, কমপক্ষে ৩৫ জন আহত হন। অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্য়ু হয়েছে ১৩ জনের। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। কী কারণে আগুন লাগল, কীভাবেই বা তা এতটা ছড়িয়ে পড়ল, তা নিয়ে সংশয় রয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও অবধি জানা না গেলেও শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই মনে করা হচ্ছে। গোটা বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে।