নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রামের বিধায়িকা বিরবাহা হাঁসদা ২০২১ সালে রাজ্য মন্ত্রিসভায় বন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পরে তাকে আরও একটি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে। বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদল হয়। সেখানে স্বনির্ভর ও সংযুক্তি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাকে দেওয়া হয় বন দপ্তরের প্রতি মন্ত্রীর দায়িত্বও।
ঝাড়গ্রামের বিধায়িকা বিরবাহা হাঁসদা বুধবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ নেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রামে ফিরে আসেন। ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে সিধু-কানুর মূর্তিতে ফুলের মালা দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। সিধু-কানুর মূর্তির সামনেই আদিবাসী সমাজের মানুষজন আদিবাসী প্রথায় রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদাকে সংবর্ধনা জানায়। রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা জানান, দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তিনি পালন করার জন্য সব রকমের চেষ্টা করবেন। তিনি মানুষের পাশে ছিলেন আগামী দিনেও মানুষের জন্য উন্নয়নের কাজ করবেন।
রাজ্যের মানুষের উন্নয়ন করাই হল তার প্রথম কাজ। তবে প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তিনি খুশি বলে জানান। সেই সঙ্গে তিনি বলেন, “কোনও কাজ ছোটো নয়। আমি কাজ করতে ভালোবাসি। তাই যে কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি নিষ্ঠা সহকারে সেই কাজ করার চেষ্টা করব”। বিরবাহা হাঁসদাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত করায় ঝাড়গ্রাম এলাকার সর্বস্তরের মানুষ খুশি। সেই জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় বিরবাহাকে অভ্যর্থনা জানাতে প্রচুর মানুষের ভিড় হয়।