নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ বৃহস্পতিবার বিকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের কুলডিহা বাজারে হাট বসেছিল। হাটে ব্যবসায়ীরা দোকান নিয়ে বসেছিলেন। সেই সঙ্গে জিনিসপত্র কিনতে হাটে মানুষজনের আনাগোনা শুরু হয়েছিল। সেই সময় হঠাৎই হাটের মধ্যে একটি দল ছুট হাতি ঢুকে যায়। খাবারের সন্ধানে জঙ্গল থেকে সোজা হাটে হাতি চলে আসায় হাটে থাকা ব্যবসায়ী ও মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। হাতির হামলার আশঙ্কায় হাটে থাকা ব্যবসায়ীরা ও অন্যান্য মানুষেরা আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। হাটে থাকা সবজি খেয়ে তছনছ করে দেয় দাঁতাল হাতিটি । আতঙ্কিত হয়ে পড়েন হাটে থাকা ব্যবসায়ীরা ও সমস্ত মানুষজন ।
এলাকার বাসিন্দাদের সহযোগিতায় হাটে থাকা ব্যবসায়ীরা সহ অন্যান্যরা একজোট হয়ে হাতিটিকে কুলডিহা হাট থেকে দীর্ঘক্ষণের চেষ্টায় স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। যার ফলে কুলডিহা বাজারে তাণ্ডব চালিয়ে হাতিটি পুনরায় জঙ্গলের দিকে ফিরে যায়। তবে হাতিটি বাজারের সবজি ব্যবসায়ীদের সবজি খেয়ে প্রচুর ক্ষতি করে দিয়েছে বলে সবজি ব্যবসায়ীরা জানান। যেভাবে প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকা বলে পরিচিত কুলডিহা হাটে বৃহস্পতিবার বিকালে দল ছুট একটি হাতি ঢুকে পড়ে তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দেয়। তবে হাটে থাকা সকলের চেষ্টায় হাতিটি জঙ্গলে ফিরে গিয়েছে। যার ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে হাটে থাকা ব্যবসায়ীরাও অন্যান্য মানুষেরা রক্ষা পেয়েছে। তাই বৃহস্পতিবার কুলডিহা হাট সেভাবে জমে ওঠেনি। হাতির হামলার ভয়ে মাঝ পথ থেকে অনেকেই বাড়ি ফিরে গিয়েছেন। নয়াগ্রাম ব্লক জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত থাকায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা । এরআগে খাবারের সন্ধানে বুধবার নয়াগ্রামে রাস্তার ওপর একটি পিকআপ ভ্যানকে উল্টে দিয়েছিল হাতি। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ওই পিকআপ ভ্যানে থাকা ৪ জন। সেই ঘটনার জের কাটতে না কাটতেই বৃহস্পতিবার কুলডিহা হাটে হাতি চলে আসায় নয়াগ্রাম ব্লক জুড়ে হাতির হামলার আশঙ্কা ক্রমশ বেড়েই চলছে।