পুজোর আগেই খুলছে টালা ব্রিজ

author-image
Harmeet
New Update
পুজোর আগেই খুলছে টালা ব্রিজ

নিজস্ব সংবাদদাতা : অপেক্ষার অবসান ঘটিয়ে খুলছে টালা ব্রিজ। ২০২০-র ৩১ জানুয়ারি টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়। দুবছর পরর ফের স্বাভাবিক ছন্দে ফিরছে ৪ লেনের টালা ব্রিজ। এমনটাই জানালেন পূর্তমন্ত্রী পুলক রায়। ব্রিজ তৈরিতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা।

প্রসঙ্গত, ব্যবহারের পক্ষে বিপজ্জনক হয়ে পড়ায় ২০১৯ সালে পুজোর ঠিক আগে পুরানো টালা ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপর পুরোনো ব্রিজটি ভাঙার কাজ শুরু হয়। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে নতুন ব্রিজ নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই মহালয়ার আগে এই সেতু খুলে দেওয়া হতে পারে আমজনতার পাশাপাশি যানবাহন চলাচলের জন্য।