২ দিনে ৭বার অগ্ন্যুৎপাত

author-image
Harmeet
New Update
২ দিনে ৭বার অগ্ন্যুৎপাত

নিজস্ব সংবাদদাতাঃ ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীর আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে গত দুই দিনে সাতবার অগ্ন্যুৎপাত ঘটেছে। যার ফলে আকাশে প্রায় ১,৫০০ মিটার উচ্চতা পর্যন্ত গরম ছাই উড়তে দেখা গিয়েছে। 

ইন্দোনেশিয়ার আবহাওয়া, ক্লাইমেটোলজি এবং জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) বুধবার এমনটা জানিয়েছে। "বর্তমানে চার-স্তরযুক্ত সতর্কতা সিস্টেমের তৃতীয় স্তরে আগ্নেয়গিরিটিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে," সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে।