নিজস্ব সংবাদদাতাঃ মাসিক বা পিরিয়ডের প্রেক্ষাপটে তৈরি ছবি ‘মাসুম সওয়াল’ নিয়ে সম্প্রতি তৈরি হয়েছে বিতর্ক । সৌজন্যে রয়েছে সিনেমাটির বিতর্কিত পোস্টার। যেখানে স্যানিটারি প্যাডে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি দেখা গিয়েছে। যদিও কারুর ভাবাবেগে আঘাতের কোনও অভিপ্রায় ছিল না নির্মাতাদের, দাবি করেছেন ছবির অন্যতম কাস্ট একাবলি খান্না।