হরি ঘোষ, দুর্গাপুর : ভাঁড়ের মা ভবানী, চরম আর্থিক সংকটে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। দুর্গাপুর ডিপো থেকে বন্ধ হয়ে গেলো বেশ কয়েকটি রুটের সরকারি বাসের চলাচল।চলতি আর্থিক বর্ষে রাজ্য সরকার অর্থ মঞ্জুর না করায় এবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দুর্গাপুর ডিপো থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা আন্তজেলা বাস সার্ভিস এ ব্যাপক প্রভাব পড়লো। দুর্গাপুর ডিপো থেকে ৬০ টির মতো বাস মালদা,বহরমপুর, বালুরঘাট ধর্মতলা সহ আরো বেশ কিছু জেলায় চলাচল করতো। এখন সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে প্রায় ৩৫ এ। সংখ্যাটা আরো কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে চলেছে।
একদিকে বাড়তে থাকা জ্বালানির দাম অনুযায়ী ভাড়া না বাড়ানো আর বর্তমানে জ্বালানির বাজার দরের চেয়ে বাসের ভাড়ার অনেকটা ফারাক, অন্যদিকে চলতি আর্থিক বছরে বাসের রক্ষনাবেক্ষন, জ্বালানির খরচ সহ আরো আনুসঙ্গিক কিছু খরচের জন্য চলতি বছরের মার্চ মাস থেকে এখনো কোনো টাকা বরাদ্দ না হওয়াতে বিপত্তি, দুই মিলিয়ে এখন দুর্গাপুর ডিপোর স্থানীয় আধিকারিকরা বিভিন্ন রুটে বাসের সংখ্যা ধাপে ধাপে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ধাপে ধাপে আরো কমতে পারে বলে মনে করা হচ্ছে। রীতিমতো দুর্গাপুর ডিপোতে বাস কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়ে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।