নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন প্রতিনিধি ন্যান্সি পেলোসির সফর ঘিরে আমেরিকার সঙ্গে চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপ বড়াছে। ন্যান্সি পেলোসির সফর শেষে তিনি ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাইওয়ানের চারপাশে যুদ্ধের মহড়া শুরু করে দিল চিন। সেনা, বায়ুসেনা এবং নৌবাহিনী একযোগে তাইওয়ানের চারপাশে যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে।
স্থল, জল এবং আকাশ থেকে তাইওয়ানকে কার্যত ঘিরে রেখেছে চিনা সেনা। যে কোনও ধরনের হমালা হলেই চিনা বাহিনী তা প্রতিরোধ করতে সসক্ষম বলে জানানো হয়েছে সেদেশের তরফে। তাইওয়ানের আকাশ ঘিরে চিন যে যুদ্ধের মহড়া শুরু করেছে, তার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।