old_সর্বশেষ খবর বাইক চুরি চক্রের কিনারা করলো পুলিশ Harmeet 04 Aug 2022 14:06 IST Follow Us New Update হরি ঘোষ, দুর্গাপুর : সিটি সেন্টারে বাইক চুরি চক্রের কিনারা। গ্রেফতার মূল অভিযুক্ত রাজেশ মন্ডল। উদ্ধার ৯টি বাইক। বুধবার সন্ধ্যায় এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন দুর্গাপুর থানায় ডিসি ইস্ট অভিষেক গুপ্তা। দীর্ঘদিন ধরে শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে ফাঁদ পেতে বসেছিল বাইক চুরি চক্রের কিং পিন রাজেশ মন্ডল।বাঁকুড়ার শালতোড়ার বাসিন্দা। এখান থেকেই চুরি চক্র চালাতো বলে সূত্রের খবর। গোপন সূত্রে খবর পায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ ৯টি বাইক উদ্ধার করে। গ্রেফতার হয় রাজেশ মন্ডল। ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা জানান, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার তৎপর নাশকতা রুখতে এবং সন্ত্রাস রুখতে। পুজোর আগে স্বস্তিতে দুর্গাপুরবাসী। bike theft police bike bankura abhishekgupta shaltora citysentre durgapurpolicestation Rajeshmandal Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন