'ইডি দিয়ে ভয় দেখানো যাবে না, গণতন্ত্র রক্ষায় কাজ করে যাবো': রাহুল

author-image
Harmeet
New Update
'ইডি দিয়ে ভয় দেখানো যাবে না, গণতন্ত্র রক্ষায় কাজ করে যাবো': রাহুল

নিজস্ব সংবাদদাতাঃ ইডি দিয়ে কোনও ভাবে তাঁকে ভয় দেখানো যাবে না। দেশকে রক্ষা করতে, দেশের গণতন্ত্র রক্ষা করতে তিনি সব সময় কাজ করে যাবেন। ইডির তৎপরতা নিয়ে এবার এমনই মন্তব্য করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ বলেন, দেশের শান্তি, সুস্থিতি বজায় রাখতে সব সময় কাজ করে যাব। ওঁরা যা খুশি করতে পারে, বলে ইডি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। 

              

প্রসঙ্গত বৃহস্পতিবার ন্যশনাল হেরল্ডের অফিস সিল করে ইডি। ন্যাশনাল হেরল্ডের অফিস সিল করতেই দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের চারপাশে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়। সেই সঙ্গে সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাড়ির চারপাশেও মোতায়েন করা হয় পুলিশি ঘেরাটোপ। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে পরপর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার ন্যাশনাল হেরল্ডের অফিস সিল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।