বিদ্যুতের অবৈধ ব্যবহার রুখতে পদক্ষেপ ইসিএলের

author-image
Harmeet
New Update
বিদ্যুতের অবৈধ ব্যবহার রুখতে পদক্ষেপ ইসিএলের

নিজস্ব প্রতিনিধি, অন্ডাল : বিদ্যুতের অবৈধ ব্যবহার রুখতে পদক্ষেপ ইসিএলের। অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটার কাজ শুরু করেছে ইসিএল। ইসিএলের পরিত্যক্ত আবাসনে অবৈধ দখলদাররা কব্জা করে রেখেছেন এবং অবৈধভাবে ইসিএলের বিদ্যুৎ ব্যবহার করছেন বলে অভিযোগ। যার ফলে ক্ষতি হচ্ছে ইসিএলের। ইসিএলের সদর দফতরের নির্দেশে বুধবার থেকে পাণ্ডবেশ্বরের গাইঘাটা ও ছোড়া ১০ নম্বর এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটার কাজ শুরু হয়। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে, বিদ্যুৎ দফতরের আধিকারিক ছাড়াও সিআইএসএফ এবং স্থানীয় পুলিশও উপস্থিত ছিল।


 

বিদ্যুৎ দফতরের সুপারভাইজার তাপস কুমার সিনহা জানান, 'ইসিএল সদর দফতর থেকে এরিয়া এজেন্টকে অবৈধ সংযোগ কাটার নির্দেশ দেওয়া হয়। এরপরই কলিয়ারি এজেন্টের নির্দেশে অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটার কাজ শুরু হয়েছে। কেটে দেওয়া হয়েছে শতাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ।'