নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ানকে ঘিরে এখন পর্যন্ত সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে চীনা সেনাবাহিনী। তাইওয়ান জানিয়েছে, তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় অনুযায়ী, বিকেলে তাইওয়ানকে ঘিরে থাকা সাগরে চীনা সেনাবাহিনী সরাসরি গুলি বর্ষণ শুরু করে। তাইওয়ানের মানচিত্র সম্বলিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্ট থেকে জানা গিয়েছে, আজ থেকে ৭ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত চলবে পিপলস লিবারেশন আর্মির গুরুত্বপূর্ণ সামরিক মহড়া।
এদিকে, তাইওয়ানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দ্বীপটির চারপাশে চীনা সামরিক বাহিনীর গতিবিধির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং তারা সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে। তাইওয়ানের সেনাবাহিনী বলেছে, তারা চায় না এমন ঘটনা ঘটুক। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই বিরোধের কারণে সংঘাত বাড়বে না, যে দৃষ্টিকোণ থেকে তারা যুদ্ধের দাবি ছাড়া যুদ্ধের প্রস্তুতির নীতিতেই থাকবে। তাইওয়ানের অভিযোগ, চীন তাদের স্থিতাবস্থা পরিবর্তন করে ওই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে চায়।