পর্যাপ্ত বৃষ্টির অভাবে সমস্যায় ধান চাষীরা

author-image
Harmeet
New Update
পর্যাপ্ত বৃষ্টির অভাবে সমস্যায় ধান চাষীরা

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বর্ষার দেখা সেই ভাবে নেই। তৈরি হয়েছে চাষের জলের সঙ্কট। কাঁসাইয়ের আ্যানিকেতেই ভরসা তিন ব্লকের চাষীদের।বর্ষা দেরিতে, তাও সেই ভাবে প্রভাব নেই। তাই সমস্যায় পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, ও পিংলার কৃষকরা। যারা মূলত বর্ষার ধান টুকু পায়, তাদের ক্ষেত্রে আরো বড় সমস্যা। গত তিন দিনে যেটুকু জল হয়েছে তাতে শুধু বীজ তলা রোপন করা যাবে। কিন্তু ধানের চারা রোপন করা যাবে না।


 ইতিমধ্যে তিনটি ব্লকের কৃষি দফতরের পক্ষ থেকে বিনামূল্যে চাষীদের ধান বীজ দেওয়া হয়েছে। সেই বীজ ধান লাগাতেও পারছে না অনেকেই। তিনটি ব্লক মিলে কয়েকশো হেক্টর জমিতে এখনও চাষ শুরু হয়নি। চাষীরা জানান যে গত বছর পুরো এলাকায় ধানের চারা পোতা হয়ে গিয়েছিল। তবে তার পরেই বন্যা হওয়ায় অনেকেই বাড়ির খামারে ধান তুলতে পারেনি। কিন্তু এ বছর বীজ তলাই ঠিক ভাবে লাগানো হয়নি৷ জলের যথেষ্ট সংকট রয়েছে এই তিনটি ব্লকে। চাষ করতে সমস্যায় পড়তে হচ্ছে চাষীদের। তবে মোহনপুরে কাঁসাইয়ের অ্যানিকেত বাঁধ থেকে যদি কয়েক দফায় জল ছাড়া হয় তাহলে বর্ষায় চাষ করা সম্ভব হবে বলে দাবি চাষীদের।