নিজস্ব সংবাদদাতা: হরিয়ানা কংগ্রেসকে ধাক্কা দিয়ে বৃহস্পতিবারই বিজেপিতে নাম লেখাতে পারেন প্রাক্তন কংগ্রেস নেতা কুলদীপ বিষ্ণোই। জানা গিয়েছে, প্রাক্তন কংগ্রেস নেতা কুলদীপ বিষ্ণোই আজ দিল্লিতে দলের সদর দফতরে বিজেপিতে যোগ দিতে চলেছেন। ৫৩ বছর বয়সী কুলদীপ বিষ্ণোই, যাকে জুনের রাজ্যসভা নির্বাচনে ক্রস-ভোটিংয়ের জন্য কংগ্রেস সমস্ত দলীয় পদ থেকে বহিষ্কার করেছিল, বুধবার রাজ্য বিধানসভা থেকে পদত্যাগ করেন। হরিয়ানার হিসার জেলার আদমপুর আসনের প্রতিনিধিত্ব করেন বিষ্ণোই।