বেহালা পশ্চিমের প্রায় সব পুজোয় বাদ পার্থ

author-image
Harmeet
New Update
বেহালা পশ্চিমের প্রায় সব পুজোয় বাদ পার্থ

নিজস্ব সংবাদদাতাঃ ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর থেকেই একে একে তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করা শুরু হয়েছে। প্রশাসনিক এবং রাজনৈতিক দূরত্ব আগেই রচিত হয়েছিল সরকার ও দলের তরফে। এ বার  বেহালার একের পর এক পুজো কমিটি থেকে পার্থকে বাদ দেওয়া শুরু হয়েছে।






বেহালা থেকে ঠাকুরপুকুর এলাকার মধ্যে ছোট-বড় মিলিয়ে প্রায় ৭৫ শতাংশ পুজো কমিটির বিভিন্ন শীর্ষপদে ছিলেন পার্থ। কোনও পুজো কমিটির সভাপতি পদে ছিলেন তিনি। কোথাও চেয়ারম্যান, কোথাও প্রধান পৃষ্ঠপোষক, কোথাও প্রধান পরামর্শদাতা আবার কোথাও প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হতো বেহালা পশ্চিমের পাঁচবারের বিধায়ককে। কিন্তু এসএসসি দুর্নীতি-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হওয়ার পর বেশিরভাগ কমিটি থেকেই তাঁকে ছেঁটে ফেলা হয়েছে।