তাইওয়ানের চারপাশে যুদ্ধ মহড়া শুরু করে দিল চিন, ক্রমেই বাড়ছে উদ্বেগ

author-image
Harmeet
New Update
তাইওয়ানের চারপাশে যুদ্ধ মহড়া শুরু করে দিল চিন, ক্রমেই বাড়ছে উদ্বেগ

নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ানের চারপাশে যুদ্ধ মহড়া শুরু করল চিন। দ্বীপের চারপাশে বড় আকারের সামরিক সমুদ্র ও বিমান মহড়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সফর শেষ হতেই এই মহড়া শুরু করল বেজিং। গতকালই তাইওয়ানের আকাশে ঢুকে পড়ে ২৭টি চিনা যুদ্ধবিমান।


জানা গিয়েছে, চিনা যুদ্ধবিমানগুলো তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে। চিনের হুঁশিয়ারি উড়িয়ে মঙ্গলবার রাতে তাইওয়ানে আসেন ইউএস হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। গতকাল সকালে তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করেন। এরপর মার্কিন বিমানে চড়ে নিজের দেশে রওনা দেন। পেলোসির বিমান তাইওয়ানে নামার খানিক পরেই ৪টি চিনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় ঢুকে চক্কড় কাটে। পেলোসির সফরের প্রতিশোধ হিসাবে তাইওয়ানের চারপাশে বিপজ্জনকভাবে সামরিক মহড়া চালাচ্ছে চিন।