নিজস্ব সংবাদদাতাঃ আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, হুগলি, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টি হবে।
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে। আর্দ্রতাজনিত কারণে প্যাচপ্যাচে গরম, ঘর্মাক্ত পরিবেশ থাকবে। এই বৃষ্টি বর্ষার বৃষ্টি বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ২.৪ মিমি।