পুলিশের সঙ্গে হকারদের ধুন্ধুমার কাণ্ড

author-image
Harmeet
New Update
পুলিশের সঙ্গে হকারদের ধুন্ধুমার কাণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ রেল পুলিশের সঙ্গে হকারদের ধুন্ধুমার কাণ্ড। লাঠিচার্জ রেল পুলিশের, ব্যাপক উত্তেজনা দক্ষিণ পূর্ব রেলওয়ের পূর্ব মেদিনীপুর মেছাদা রেল স্টেশনে। অভিযোগ, হকারদের উপর রেল পুলিশ যখন তখন কেস দেওয়ার নামে অধিক টাকা ফাইন করে। পুলিশের এই অধিক ফাইনের বিরুদ্ধে প্ল্যাটফর্ম চত্বরে বিক্ষোভে সামিল হয়েছিল হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত হকার ইউনিয়নের সদস্যরা। 

RPF-এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে রেল পুলিশের মেছেদা (আরপিএফ) থানা ঘেরাও করে রাখা হয়। তারপরে মেছেদা এক নম্বর রেলস্টেশনে চলে যায় বিক্ষোভকারীরা। দীঘা-মেছেদা-সাঁতরাগাছি লোকালের সামনে বিক্ষোভ দেখানো হয় টানা ১০ মিনিট। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ, উত্তেজনার ফলে প্রাথমিকভাবে রেল পুলিশের আধিকারিকরা তাদের বোঝানোর চেষ্টা চালান। তাতেও কোনও সমাধান না হওয়ায় লাঠিচার্জ করতে বাধ্য হয় রেল পুলিশ। ফলে উত্তেজনা ও বিক্ষোভ আরো বৃদ্ধি পায়। রেল পরিষেবা চালু রাখতে ছত্রভঙ্গ করে দেওয়া হয় হকারদের। এই ঘটনার জেরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় মেছেদা রেল স্টেশন চত্বরে।​