বাংলাদেশে উদ্ধার ৭ কোটি বছরের ডাইনোসরের ফসিল

author-image
Harmeet
New Update
বাংলাদেশে উদ্ধার ৭ কোটি বছরের ডাইনোসরের ফসিল

নিজস্ব সংবাদদাতাঃ  বাংলাদেশে মিলল সম্প্রতি ৭ কোটি বছর আগের একটি ডাইনোসরের জীবাশ্ম। দীর্ঘ ৪০ বছর ধরে এই জীবাশ্মগুলো একজনের ড্রয়িং রুমের শোকেসে শোপিস হিসেবে শোভা পাচ্ছিল। 




এবার তাঁর বাড়ি থেকে এই জীবাশ্মগুলোর স্থান হল জাদুঘরের শোকেস। সেখানেই থাকবে এই ডাইনোসরের জীবাশ্মগুলো। বাংলাদেশের শাহবাগে জাতীয় জাদুঘর আছে সেখানে রাখা হয়েছে এই ৭ কোটি বছর পুরোনো ফসিলগুলোকে। খুব শীঘ্রই সর্বসাধারণের দেখার জন্য এগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। 





বাংলাদেশে পাওয়া গেল ডাইনোসরের ফসিল!