নিজস্ব সংবাদদাতাঃ দেশবাসী যদি আগামী ২৫ বছরে দেশের উন্নয়নের সংকল্পগুলো পূরণ করে তবে ভারত বিশ্বগুরু হয়ে উঠবে। মঙ্গলবার একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজধানীতে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় অমিত সাহ বলেন "২০৪৭ সালে ভারত কেমন হবে? প্রতিটি ক্ষেত্রে কেমন হবে? শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নের ক্ষেত্রে কেমন হবে? এই বছরটি ভারতকে প্রতিটি ক্ষেত্রে উন্নত করার বছর। আমরা যদি এই মূল সেক্টরগুলোতে কাজ করি এবং আগামী ২৫ বছরে এর লক্ষ্যগুলো পূরণ করি, তবে ২৫ বছর পরে ভারত বিশ্বগুরু হয়ে উঠবে।" আগামী ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত 'হর ঘর তেরঙ্গা' আন্দোলন সফল করতে সবাই বাড়িতে পতাকা উত্তোলন করুন, এই আর্জিও জানিয়েছন অমিত শাহ। এই 'হর ঘর তেরঙ্গা' আন্দোলন জাতির সমৃদ্ধির জন্য ভারতের জনগণের সংকল্প সম্পর্কে বিশ্বকে একটি বার্তা দেবে।
তিনি বলেন, "আজাদি কা অমৃত মহোৎসবের অধীনে ঘরে ঘরে পতাকা উত্তোলন হোক। ৯০ বছরের স্বাধীনতা সংগ্রামের কাহিনী বাড়ির ছোটদের জানান। তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করুন। হর ঘর তেরঙ্গা বিশ্বের কাছে একটা বার্তা হয়ে উঠুক। প্রত্যেক ভারতীয় আগামী ২৫ বছর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। সংবিধানের খসরা যারা তৈরি করেছেন, তাঁদের সম্মান জানিয়ে আজ ভারতবাসী সংবিধানের প্রত্যাশা, উন্নয়ন, সাফল্য, নিরাপত্তা, ভারতীয় সংস্কৃতি উন্নয়নে একযোগে কাজ করবে।"