"গণতন্ত্র একসঙ্গে দাঁড়িয়ে আছে": পেলোসি সফরে সাই ইং-ওয়েন

author-image
Harmeet
New Update
"গণতন্ত্র একসঙ্গে দাঁড়িয়ে আছে": পেলোসি সফরে সাই ইং-ওয়েন

নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বুধবার বিকেলে এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে তার বৈঠকের ছবি শেয়ার করেছেন। সাই টুইটে লিখেছেন, "স্পিকার পেলোসির সাথে দেখা করতে পেরে এবং তাইওয়ানের জন্য তার দীর্ঘদিনের সমর্থনকে স্বীকৃতি দিতে পেরে আমি আনন্দিত"।


সাই বলেন, 'পেলোসির এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী কংগ্রেসের সমর্থনকেই প্রতিফলিত করে না, এটি বিশ্বকে একটি বার্তাও দেয় যে, সাধারণ চ্যালেঞ্জ মোকাবেলায় গণতন্ত্র একসঙ্গে দাঁড়িয়েছে।'  ছবিতে দেখা যাচ্ছে, সাই ও পেলোসি ওই কক্ষে সাংবাদিক ও কর্মকর্তাদের উদ্দেশে হাত নাড়ছেন এবং সাই স্পিকারকে তাইওয়ানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করেছেন।