বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

author-image
New Update
বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

রাহুল পাসোয়ান, আসানসোল: বকেয়া বেতন সহ কয়েকদফা দাবি নিয়ে সিএমপিডিআইএল-এর গেটের সামনে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ। তৃণমূলের শ্রমিক সংগঠনের ঝান্ডা হাতে নিয়ে বিক্ষোভে শামিল অস্থায়ী শ্রমিকরা। শ্রমিকদের  অভিযোগ প্রায় ৫ মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। সাথে পিএফ-ও বন্ধ রয়েছে প্রায় সাত মাস ধরে। এমতাবস্থায় ম্যানেজমেন্ট-এর সাথে কথা বলেও কোন সুরাহা হচ্ছে না বলে শ্রমিকদের অভিযোগ। এইদিন শ্রমিক সংগঠনের নেতা সাধন কুমার ব্যানার্জি বলেন, কোনও কোনও ড্রাইভারের ৫ মাস বেতন হয়নি। কোনও কোনও সিকিউরিটি গার্ডের ৬ মাস বেতন হয়নি। ম্যানেজমেন্টকে জানিয়েও কোন কাজ হচ্ছে না। তাই আমরা এই আন্দোলনে নেমেছি। এতে কাজ না হলে আগামী দিনে আরো বৃহৎতম আন্দোলনে যাব। বিষয়টি নিয়ে ম্যানেজমেন্ট-এর সাথে কথা বলতে গেলে তারা ক্যামেরার সামনে কোন কথা বলবেন না বলে জানিয়ে দেন।