কংসাবতী ক্যানেলে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার

author-image
Harmeet
New Update
কংসাবতী ক্যানেলে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার বিনপুর এলাকার কয়েকজন যুবক বিনপুর দুই ব্লকের মালাবতীর জঙ্গলের কাছে সাতবাঁকি এলাকায় কংসাবতী ক্যানেলের জলে স্নান করতে যায়। কংসাবতী ক্যানেলের জলে স্নান করার সময় বিনপুরের বাসিন্দা প্রায় ২৪ বছর বয়সী অমিত ঘোষ নামে এক যুবক কংসাবতী ক্যানেলের জলের স্রোতে তলিয়ে যায়। তার সঙ্গে স্নান করতে যাওয়া অন্যান্য যুবকেরা চিৎকার করলে স্থানীয় বাসিন্দারাও ছুটে গিয়ে অমিত ঘোষকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তারা তাকে উদ্ধার করতে পারেনি। খবর দেওয়া হয় বিনপুর থানার পুলিশ ও বিনপুর দুই ব্লক প্রশাসনকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে কংসাবতী ক্যানেলের জলে তলিয়ে যাওয়া ওই যুবকের সন্ধান শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কংসাবতী ক্যানেলের জলে তল্লাশি অভিযান চালিয়েও ওই যুবককে উদ্ধার করা যায়নি। বুধবার সকালে কংসাবতী ক্যানেলের জল কমে যাওয়ায় সাতবাঁকি এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে বিনপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে বিনপুর থানার পুলিশ ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে ওই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে কংসাবতী ক্যানেলের জলের স্রোতে তলিয়ে যাওয়া যুবক অমিত ঘোষের মৃতদেহ বুধবার সকালে উদ্ধার হওয়ায় তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ময়নাতদন্তের পর অমিত ঘোষের মৃতদেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।