নিজস্ব সংবাদদাতাঃ : হু হু করে বেড়েই চলেছে অসুস্থের সংখ্যা। এদিকে কোথা থেকে গ্যাস লিক হয়েছিল, তা খুঁজতে নাকানি-চোবানি খেতে হচ্ছে পুলিশ ও তদন্তকারী দলকে। বিশাখাপত্তনমে গ্যাস লিকের ঘটনায় অসুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫০-এ। পরপর দুই মাসে দু’বার গ্যাস লিকের ঘটনা ঘটায় যথাযথ তদন্তের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও ওই শিল্পাঞ্চলের কর্মীরা। মঙ্গলবার রাতে অন্ধ্র প্রদেশের আনাকাপল্লে জেলার স্পেশাল ইকোনমিক জোনে গ্যাস লিক হয়। একটি জামা-কাপড় তৈরির কারখানায় গ্যাস লিক হয়, কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন কর্মীরা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রথমে প্রায় ৫০ জন অসুস্থ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত বাড়তেই অসুস্থ কর্মীদের সংখ্য়াও বাড়ে। শেষ খবর অনুযায়ী, এখনও অবধি কমপক্ষে ১৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গ্যাস লিকের ঘটনায় এখনও কারোর মৃত্যু হয়নি।