মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘তাইওয়ান কার্ড’ খেলতে বারণ করল চিন

author-image
Harmeet
New Update
মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘তাইওয়ান কার্ড’ খেলতে বারণ করল চিন

নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ান সফরে পৌঁছেছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। তাইওয়ানের গণতন্ত্রকে সমর্থন করার জন্য তিনি এবং তার প্রতিনিধি দল তাইওয়ান সফরে গিয়েছেন। তবে মার্কিন প্রতিনিধি দলের তাইওয়ান সফর প্রথম থেকেই ভালো চোখে দেখছে না চিন।




Nancy Pelosi: US House Speaker Nancy Pelosi lands in Taiwan amid China  threats: Key points | World News - Times of India


 চিনের কড়া হুঁশিয়ারি স্বত্বেও ন্যান্সির তাইওয়ান সফরের ফলে ইতিমধ্যেই তাইওয়ানের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণা করেছে চিন। এবার চিনের বিদেশ মন্ত্রণালয়ের তরফে মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দেওয়া হল। মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ান কার্ড খেলতে বারণ করল চিন।




Explained: Why China is opposing Nancy Pelosi's visit to Taiwan | Mint


 তাছাড়াও চিনের তরফে বলা হয়েছে, “"যদি মার্কিন যুক্তরাষ্ট্র ভুল পদক্ষেপ অনুসরণ করার জন্য জোর দেয়, তাহলে এর উদ্ভূত যেকোনো গুরুতর পরিণতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ি থাকবে।"