নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ান সফরে পৌঁছেছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। তাইওয়ানের গণতন্ত্রকে সমর্থন করার জন্য তিনি এবং তার প্রতিনিধি দল তাইওয়ান সফরে গিয়েছেন।
তবে মার্কিন প্রতিনিধি দলের তাইওয়ান সফর প্রথম থেকেই ভালো চোখে দেখছে না চিন। চিনের কড়া হুঁশিয়ারি স্বত্বেও ন্যান্সির তাইওয়ান সফরের ফলে ইতিমধ্যেই তাইওয়ানের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণা করেছে চিন।
তবে আমেরিকার তরফে দাবি করা হয়েছে উত্তেজনা বাড়ুক আমেরিকা তা চায়না। আমেরিকার স্পষ্ট বার্তা, “উত্তেজনা বাড়ুক এমন কিছুই আমরা করব না”। বেইজিংয়ের সঙ্গে যোগযোগ লাইন খোলা থাকবে বলে জানিয়েছে আমেরিকা।