উত্তেজনা বাড়বে এমন কিছুই করা হবে না বলে জানালো আমেরিকা

author-image
Harmeet
New Update
উত্তেজনা বাড়বে এমন কিছুই করা হবে না বলে জানালো আমেরিকা

নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ান সফরে পৌঁছেছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। তাইওয়ানের গণতন্ত্রকে সমর্থন করার জন্য তিনি এবং তার প্রতিনিধি দল তাইওয়ান সফরে গিয়েছেন। 



U.S. warns China not to turn Pelosi's expected Taiwan trip into crisis |  The Japan Times




তবে মার্কিন প্রতিনিধি দলের তাইওয়ান সফর প্রথম থেকেই ভালো চোখে দেখছে না চিন। চিনের কড়া হুঁশিয়ারি স্বত্বেও ন্যান্সির তাইওয়ান সফরের ফলে ইতিমধ্যেই তাইওয়ানের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণা করেছে চিন। 






Watch: The moment when US Speaker Nancy Pelosi landed in Taiwan | World  News - Hindustan Times



তবে আমেরিকার তরফে দাবি করা হয়েছে উত্তেজনা বাড়ুক আমেরিকা তা চায়না। আমেরিকার স্পষ্ট বার্তা, “উত্তেজনা বাড়ুক এমন কিছুই আমরা করব না”। বেইজিংয়ের সঙ্গে যোগযোগ লাইন খোলা থাকবে বলে জানিয়েছে আমেরিকা।