নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন প্রতিমন্ত্রী ও শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠীর বিধায়ক উদয় সামন্তের গাড়ির ওপর হামলা করল উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সমর্থিত জনগণ।
শিবসেনা নেতা আদিত্য ঠাকরে একটি জনসভা করেছিলেন। সেই জনসভার পাশ দিয়ে যাওয়ার সময় কাটরাজ চকে কিছু জনসভার লোক উদয় সামন্তের ওপর হামলা চালায়।
তবে এই ঘটনার পড়ে উদয় সামন্ত জানিয়েছেন, “এ ধরনের ঘটনায় আমি আতঙ্কিত হব না। আমি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে কথা বলেছি এবং ঘটনাটি জানিয়েছি। পুরো বিষয়টি তদন্ত করবে পুলিশ”।