বারংবার ভূমিকম্প থেকে বাড়ছে অগ্ন্যুৎপাতের আশঙ্কা

author-image
Harmeet
New Update
বারংবার ভূমিকম্প থেকে বাড়ছে অগ্ন্যুৎপাতের আশঙ্কা
নিজস্ব সংবাদদাতাঃ ভূমিকম্পে আইসল্যান্ড কেঁপে উঠেছে ৪ হাজারবার। জুলাই মাসের শেষেও নাগাড়ে কম্পন অনুভূত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে। বিপদের আশঙ্কায় দিন কাটছে আইসল্যান্ডের রেকজানেস উপদ্বীপের। পৃথিবীর নীচে ম্যাগমা সঞ্চালনের ফলে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। যার ফলে যে কোনও সময়ে মাটি থেকে লাভা উদ্গিরণ হতে পারে বলে আশঙ্কা। ক্রমে বাড়ছে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা।