হরি ঘোষ, দুর্গাপুর : ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জামুড়িয়া শহরজুড়ে শুরু হল ২৯ আগস্ট ঐতিহাসিক ছাত্র সমাবেশের 'গান্ধী মূর্তির পাদদেশে চলো' কর্মসূচির দেওয়াল লিখনের কাজ। ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মন্ডলপুর গ্রামে দেওয়াল লিখন শুরু করলেন ছাত্রনেতা পিন্টু কুমার দত্ত ও তার সহকর্মীরা। উপস্থিত ছিলেন ছাত্র নেতা জয়দীপ রুইদাস, গোর্বরধন রুইদাস,আকাশ বাউরী সহ ছাত্র নেতৃত্ব।
এই প্রসঙ্গে ছাত্রনেতা পিন্টু কুমার দত্ত বলেন, 'ছাত্র সমাবেশে জামুড়িয়ার অধিক সংখ্যক ছাত্রছাত্রীকে যোগ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখন কর্মসূচি শুরু হলো।'