নিজস্ব সংবাদদাতাঃ একবার বা দু'বার নয়। ভূমিকম্পে একটি দেশ কেঁপে উঠেছে ৪ হাজারবার। এমনই চিন্তাদায়ক একটি তথ্য উঠে এসেছে আইসল্যান্ড থেকে। বিপদের আশঙ্কায় দিন কাটছে আইসল্যান্ডের রেকজানেস উপদ্বীপের। পৃথিবীর নীচে ম্যাগমা সঞ্চালনের ফলে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।