নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার দিল্লির নজফগড়ে এক সোনার দোকানে লুঠপাট চালাল। এমনকি দোকানে কর্মরত এক কর্মচারির ওপর গুলি নিক্ষেপ করে দুষ্কৃতীরা এই কাজ করে। জানা গিয়েছে, পায়ে হেঁটে আসা দুই দুষ্কৃতী প্রকাশ্য দিবালোকে দোকানে ঢুকে ওই দোকানের কর্মচারীকে গুলি করে। এরপর লক্ষাধিক টাকার গয়না লুঠ করে পালিয়ে যায় তারা। ঘটনা জানাজানি হতেই এলাকায় নাকাবন্দি করে পুলিশ। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত এক দুষ্কৃতীকে পাকড়াও করেছে পুলিশ, অপর দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে হরিয়ানা সীমান্তের কাছে।