নিজস্ব সংবাদদাতা : কংগ্রেস, তৃণমূল, শিবসেনা ও আপের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইডির তদন্ত নিয়ে সুর চড়লেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।
তিনি বলেন, "আমরা সবাই গণতন্ত্রের ৪টি স্তম্ভ সম্পর্কে শুনেছি। এখন আমরা দুর্নীতির ৪টি স্তম্ভ সম্পর্কে শিখছি:- জাতীয় কংগ্রেস- তাদের দর্শন হল 'আমার দুর্নীতি দরকার।' টিএমসি- 'অত্যধিক দুর্নীতি।' তৃতীয়, এটি উদ্ধবের দুর্নীতিগ্রস্ত দল শিবসেনা। এবং চতুর্থটি হল আপ।সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কেউই কংগ্রেস দল এবং জয়রাম রমেশকে কোনও ত্রাণ দেয়নি। তাহলে, আদালতও কি জড়িত?"