হেরাল্ড হাউসে ইডির অভিযান

author-image
Harmeet
New Update
হেরাল্ড হাউসে ইডির অভিযান

নিজস্ব সংবাদদাতা : অর্থ তছরূপের মামলায় হেরাল্ড হাউসে হানা দিলেন ইডির আধিকারিকরা। ইংরেজি দৈনিক পত্রিকা সম্পর্কিত মানি লন্ডারিং কেসে ইতিমধ্যেই একাধিকবার ইডির দফতরে হাজিরা দিয়েছে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় তোলে কংগ্রেস। এবার হেরাল্ড হাউস এবং দিল্লির বিভিন্ন স্থানে এবং কথিত মানি লন্ডারিং মামলায় মোট ১২ টি স্থানে তল্লাশি চালালো ইডি। আর এনিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস। 

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, "হেরাল্ড হাউস, বাহাদুর শাহ জাফর মার্গে অভিযান ভারতের প্রধান বিরোধী - ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে অব্যাহত আক্রমণের একটি অংশ।যারা মোদী সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে আমরা এই প্রতিহিংসার রাজনীতির তীব্র নিন্দা জানাই। আপনি আমাদের চুপ করতে পারবেন না।"